কোভিড প্রটোকল মেনেই ৩০ আগস্ট লালায় মহরম উদযাপন

যুগশঙ্খ প্রতিবেদন, কাটলিছড়া: কোভিড প্রটোকল মেনেই আগামী ৩০ আগস্ট রবিবার লালায় মহরম উদযাপন করা হবে। মঙ্গলবার লালা থানার সভাকক্ষে লালার সার্কল অফিসার অর্পিতা দত্ত মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় লালা থানার ওসি লিটন নাথ সহ লালা মহরম কমিটির সভাপতি দিলোয়ার হোসেন বড়ভুইয়া, সম্পাদক পারভেজ খসরু লস্কর, সিরাজ উদ্দিন লস্কর প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। শুরুতে কোভিড পরিস্থিতিতে জনসমাগম নিয়ে সরকারি বিভিন্ন বিধি নিষেধের কথা তুলে ধরেন ওসি লিটন নাথ। এরপর সভায় কোভিড প্রটোকল মেনে সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে মহরম উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩০ আগস্ট রবিবার সকাল দশটায় চন্দ্রপুর বাইপাস তেমাথায় পতাকা উত্তোলন, কোরান পাঠের মাধ্যমে মহরমের কার্যসুচির সূচনা হবে। এরপর শিরনী বিতরণ করা হবে।
এরপর বিভিন্ন আঞ্চলিক কমিটি পর্যায়ে বিভিন্ন খেলাধুলা অনুস্টিত হবে। সভা শেষে দিলোয়ার হোসেন বড়ভুইয়া জানান, এবার আঞ্চলিক পর্যায়ে সর্বোচ্চ ২০ বিশ জন একত্রিত হয়ে প্রতীকি লাটি, তরোয়াল নিয়ে খেলা প্রদর্শন করবেন। কোন ধরনের শোক মিছিল আয়োজন করা হবে না। সভায় কোভিড প্রটোকল ও জেলা প্রশাসনের নির্দেশিকা মেনে সর্বাবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে মহরম পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লালা থানার ওসি লিটন নাথ ও সার্কল অফিসার অর্পিতা দত্ত মজুমদার বলেন, মহরমের দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানে স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।