fbpx
আন্তর্জাতিক

দুবাইতে ছোট পুত্রের জন্য বিলাসবহুল ভিলা কিনলেন মুকেশ আম্বানি  

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ছোট ছেলের জন্য দুবাইতে বিলাসবহুল ভিলা কিনলেন ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি। যার মূল্য৮ কোটি ডলার। চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের একজন বলেন, চলতি বছরের শুরুতে পাম জুমেইরাতে অবস্থিত ভিলাটি কেনেন আম্বানি। পাম অর্থাৎ বিশাল তাল গাছ আকৃতির কৃত্রিম জুমেইরা দ্বীপের উত্তর অংশে ভিলাটি রয়েছে।  এতে রয়েছে ১০টি  শয়নকক্ষ, , একটি স্পা সেন্টার এবং ইনডোর ও আউটডোর পুল। তবে বাড়িটির ক্রেতার নাম জানানো হয়নি প্রতিবেদনে। এ বিষয়ে জানতে রিলায়েন্সের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট  আরেক ব্যক্তি বলেন, চুক্তির বিষয়টি গোপন রাখা হয়েছিল। ভিলাটির সংস্কার ও নিরাপত্তার জন্য কোটি কোটি টাকা খরচ হবে। আম্বানির দীর্ঘদিনের সহযোগী পরিমল নাথওয়ানি ভিলাটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন।

 

 

Related Articles

Back to top button
Close