রিলায়েন্স জিও’র দায়িত্ব পুত্র আকাশের হাতে সঁপলেন মুকেশ আম্বানি

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বড়সড় রদবদল বাণিজ্য মহলে। রিলায়েন্স জিও’র দায়িত্ব থেকে ইস্তফা দিলেন মুকেশ আম্বানি। আর সেই দায়িত্ব কাঁধে তুলে দিলেন তাঁর বড় ছেলে আকাশের হাতে। ডিরেক্টরের আসনে বসেছেন আকাশ। তাকে যোগ্য উত্তরসূরী বলা যায়। বোর্ডের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আকাশ আম্বানি। সংস্থার তরফে এক বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়। ডিরেক্টর পদে পাঁচ বছরের মেয়াদে রমিন্দর সিং গুজরাল ও কেভি চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।
সংস্থার তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘রিলায়েন্সের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকেশ আম্বানি। সংস্থার নতুন ডিরেক্টর পদে বসতে চলেছেন নন এগজিকিউটিভ ডিরেক্টর মুকেশ আম্বানি-পুত্র আকাশ আম্বানি। ২৭ জুন একটি বৈঠকের পর কোম্পানির বোর্ডের তরফ থেকে আকাশের নাম ঘোষণা করা হয়েছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টের পদ নিয়োগ করা হল পঙ্কজ মোহনকে। মেয়াদ পাঁচ বছর। কেভি চৌধুরি এবং রামিন্দর সিং গুজরালকে সংস্থার ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে।’ সংস্থার এই পরিবর্তনের খবর স্টক এক্সচেঞ্জ বোর্ডকেও দেওয়া হয়েছে।