গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
মুকুল- শাহ কথা, পশ্চিমবঙ্গে ৩৫৬ জারি হওয়া উচিত মন্তব্য মুকুলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জে.পি. নাড্ডার বঙ্গ সফরের দ্বিতীয় দিন কনভয় হামলায় গাড়ির কাচ ভেঙে আহত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা,অনুপম হাজরা সহ একাধিক বিজেপি নেতা কর্মী। শুক্রবার সকালে মুকুল রায়কে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দুপুরে বিজেপির হেস্টিংস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে মুকুল বিষয়টি স্বীকার করে নেন।
তিনি বলেন, ‘ রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। বৃহস্পতিবার যা হল তারপর এটাই বলতে পারি পশ্চিমবঙ্গে ৩৫৬ জারি হওয়া উচিত।’ বৃহস্পতিবারের ঘটনাকে নিয়ে মুখ্যমন্ত্রী, দলের আর এক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ আমার এতোদিনের রাজনৈতিক জীবনে এতো মিথ্যেবাদী সরকার দেখিনি।’ কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘ বাংলায় তুমুল অরাজকতা চলছে। এখানে আইনের শাসন নেই। আমরা আঁচ করেছিলাম দ্বিতীয় দিন গোলমাল হয়ে পারে। সেই কারণে আমরা প্রশাসনকে আমাদের আশঙ্কার কথা জানিয়েছিলাম। কেন্দ্রীয় সরকারকেও জানিয়েছিলাম। অথচ রাজ্য প্রশাসনের কাছে কোনও খবর ছিলনা। এটা বিশ্বাস যোগ্য? আর যদি সত্যিই তাই হয় তাহলে এই সরকারের আর একমুহূর্ত ক্ষমতায় থাকা উচিত নয়।