fbpx
দেশহেডলাইন

করোনায় আক্রান্ত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। জানা গিয়েছে, বুধবার ৮০ বছর বয়সি প্রবীণ এই নেতার কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এদিন সমাজবাদী পার্টির তরফে ট্যুইট করে প্রবীণ এই নেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর দেওয়া হয়।

সূত্রের খবর, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার করোনাভাইরাস টেস্ট রিপোর্ট পজিটিভ। তিনি চিকিত্‍‌সকদের তদারকিতে রয়েছেন। তবে, তাঁর মধ্যে করোনার কোনও উপসর্গ নেই। সূত্রের খবর, মুলায়মের স্ত্রী সাধনা গুপ্তারও কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।

আরও পড়ুন: Bihar election: একলা চলার ডাক দিলেন শরদ

জানা গিয়েছে, মূত্রনালীর সংক্রমণের কারণে গত আগস্টেই একবার মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম সিং যাদব। সে সময় যদিও তাঁর কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ ছিল। গত মাসে সংসদের বাদল অধিবেশনেও যোগ দেন সমাজবাদী পার্টির প্রবীণ এই নেতা। ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বাদল অধিবেশন চলে। অধিবেশনের প্রথম দিন হুইলচেয়ারে বসেই সংসদে গিয়েছিলেন উত্তর প্রদেশের মৈনপুরী কেন্দ্রের সাংসদ মুলায়ম। তখনও তাঁর কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভই ছিল।

 

শারীরিক অসুস্থতার কারণে এর আগে গত এপ্রিলেও একবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল প্রবীণ নেতাকে। লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি ছিলেন। চিকিত্‍‌সকেরা সেসময় জানিয়েছিলেন, নিয়ন্ত্রণহীন ডায়াবেটিসের কারণেই মুলায়ম সিং যাদব অসুস্থ বোধ করছিলেন।

Related Articles

Back to top button
Close