fbpx
কলকাতাহেডলাইন

নাখোদা মসজিদের কাছে বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের ৬টি ইঞ্জিন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের শহরে অগ্নিকাণ্ড, শুক্রবার সকালে জোড়াসাঁকোর হরিণবাড়ি লেনে নাখোদা মসজিদের কাছে একটি ৬ তলা বাড়িটিতে আচমকাই দাউদাউ করে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। খবর পাওয়ামাত্রই দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি। ওই বাড়িতে বেশ কয়েকজন বাসিন্দাও রয়েছেন। তাই সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। যুদ্ধকালীন তত্‍পরতায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বাজেট কমিয়ে আগামী ৫ নভেম্বর শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব, প্রয়োজনে আয়োজন বাতিলের রাস্তাও খোলা থাকছে!

ওই বাড়ির ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে নাখোদা মসজিদের কাছের ওই বাড়িটিতে আগুন লেগে গেল, তা এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীরা কারণ সন্ধানের আগে আগুন নেভানোর দিকেই জোর দিয়েছেন। আগুন যাতে কোনওভাবেই এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে। ওই বাড়িটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button
Close