গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
লেকটাউনে হাতকাটা দিলীপের বাড়ি থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র!

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: লেকটাউনে হাতকাটা দিলীপের বাড়ি থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করল লেকটাউন থানার পুলিশ। কিছুদিন আগেই লেকটাউন এলাকা থেকে মাদক জাতীয় দ্রব্য নিয়ে গ্রেফতার হয়েছিল দিলীপ ব্যানার্জি ওরফে হাতকাটা দিলীপ। এই ঘটনায় পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলাকালীন জানতে পারে তার বাড়িতে বেশকিছু অস্ত্রশস্ত্র রাখা আছে।
সেইমতো লেকটাউন থানার পুলিশ আজ হাতকাটা দিলীপকে সঙ্গে নিয়ে তার বাড়িতে আসে। তদন্তকা্রি অফিসাররা তার সারা বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর সেখান থেকে পাওয়া যায় দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলি। এর আগেও বহুবার গ্রেফতার হয় এই হাতকাটা দিলীপ। লেকটাউন এলাকার ত্রাস বলেই কুখ্যাতি আছে তার বিরুদ্ধে। বাম আমলেও একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।