fbpx
অসমখেলাহেডলাইন

বরাক উপত্যকায় ক্রীড়া দিবসের একাধিক অনুষ্ঠান

যুগশঙ্খ প্রতিবেদন, শিলচর: জাতীয় ক্রীড়া দিবসে সংক্ষিপ্তভাবে একাধিক অনুষ্ঠান আয়োজিত হল বরাক উপত্যকায়। কোভিড১৯ প্রটোকল এবং লকডাউন থাকায় এদিন মূলত অনলাইন অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যেও কিছু কিছু সরাসরি আয়োজনও হয়েছে।
শিলচর ডি এস এ : সতীন্দ্রমোহন দেব স্টেডিয়াম কমপ্লেক্সে এদিন সকালে ধ্যান চাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করেন সহসচিব অজয় চক্রবর্তী, ফুটবল সচিব বিকাশ দাস, হকি সচিব বিকাশ ভট্টাচার্য এবং তিন-চারজন হকি খেলোয়াড়। সংক্ষিপ্ত বক্তব্যে হকি সচিব বিকাশ ভট্টাচার্য বলেন, ধ্যানচাঁদই ক্রীড়া মানচিত্রে ভারতকে প্রথম পরিচয় এনে দিয়েছিলেন। হকির জাদুকরকে শ্রদ্ধা জানাতে দুপুরে সংস্থার কার্যালয়ে হাজির হন ডি এস এ-র সভাপতি বাবুল হোড়।

মেজর ধ্যানচাঁদ ক্লাব : মূলত অনলাইনেই আয়োজন তাদের। ছিল ধ্যানচাঁদের প্রতিকৃতি আঁকার প্রতিযোগিতা। ক্লাব সভাপতি মনোজ রিকিয়াসন এবং সচিব সঞ্জিৎ পাণ্ডে জানান, এতে প্রচুর সাড়া পাওয়া গেছে। বিচারক পূজা পাণ্ডে ছবিগুলি যাচাই করে কাল বিজয়ীদের নাম ঘোষণা করবেন।

শিলচর ডি এস এ-র অনুষ্ঠান

ক্রীড়া ভারতী কাছাড়: সকালে বিবেকানন্দ রোডে অস্থায়ী কার্যালয়ে মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে সম্মান জানানো হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্রীড়া ভারতীর কাছাড় জেলা কমিটির সচিব পিঙ্কু রঞ্জন পাল, রাজ্য কমিটির সদস্য পূর্ণেন্দু দাস ও প্রদীপ চক্রবর্তী। অনলাইনে ধ্যানচাঁদের জীবনীর উপর দুই মিনিটের বক্তব্যের ভিডিও ক্লিপস জমা দিয়েছে প্রতিযোগীরা। পরে এর ফলাফল জানানো হবে। সন্ধ্যায় ওয়েবিনারের মাধ্যমে এক আলোচনা সভা আয়োজন করে ক্রীড়া ভারতী।

লায়ন্স ক্লাব সোনাই গ্রেটার : সভাপতি রামকৃষ্ণ নাথের পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় ক্রীড়া দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সচিব জাহাঙ্গীর আলম লস্কর এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বদর উদ্দিন মজুমদার ( Badar Uddin Mazumder )। ছিল ওপেন ক্যুইজ এবং আকস্মিক বক্তৃতা। সবশেষে ছিল পুরস্কার বিতরণ পর্ব।

অসম অলিম্পিক সংস্থা : জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে লভলিনা বরগোঁহাই, কবিতা দেবী ( Th Kabita Devi ) সহ কয়েকজন কৃতী ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মান জানালো অসম অলিম্পিক সংস্থা। লক্ষ্মীপুরের ফেন্সার তথা সাফ গেমসের জোড়া সোনা জয়ী কবিতাকে অভিনন্দন জানিয়েছেন বাকসের প্রাক্তন কেন্দ্রীয় সচিব তাজ উদ্দিন ( Taz Uddin ). BUKSS-এর পক্ষ থেকে এদিন এক ওয়েবিনার আয়োজন করা হয়। যোগ বিষয়ক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার মুখপাত্র সায়ন বিশ্বাস। ফেসবুক লাইভ-এর মাধ্যমে বাকস পেজ থেকে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

করিমগঞ্জ থেকে জাকির হুসেন ( Zakir Hussain ) জানাচ্ছেন: জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়েছে করিমগঞ্জে। জেলার বিভিন্ন সংগঠন ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি হকির জাদুকর ধ্যানচাঁদের জন্ম দিবস উপলক্ষে এদিন আলোচনা সভা আয়োজন করা হয়।
করিমগঞ্জ জেলা টাইকোয়ান্ডো সংস্থা : সংস্থা আয়োজিত ক্রীড়া দিবসের অনুষ্ঠানের ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সংস্থার সভাপতি রবীন্দ্র দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সচিব বিশ্বজিৎ ঘোষ ধ্যানচাঁদের জীবন নিয়ে আলোচনা করেন। আর, সভাপতি নিজে ক্রীড়া দিবস নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন।

লিও ক্লাব অব করিমগঞ্জ ইয়ুথ: ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলার পাঁচ জন খেলোয়াড়কে সংবর্ধনা জ্ঞাপন করে লিও ক্লাব অব করিমগঞ্জ ইয়ুথ। এই পাঁচ জন হলেন যথাক্রমে প্রাক্তন জাতীয় ফুটবলার সতীশ চন্দ্র দাস, করিমগঞ্জ জেলা দাবা অ্যাকাডেমির চেয়ারম্যান সুজয় কুমার দাম, প্রাক্তন দুই ক্রিকেটার বিক্রম দে ও বিজয় পুগোলিয়া এবং লন টেনিস খেলোয়াড় বিনোদ গং। ক্লাবের সভাপতি রিমু কুমার দেব এক প্রেস বার্তায় জানান, খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে ক্রীড়া দিবসে এই উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতে এরকম আরও কাজ করার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জাতীয় ক্রীড়া দিবস সংক্ষিপ্ত কার্যক্রমের মাধ্যমে পালন করেছে করিমগঞ্জ জেলা ক্রীড়া ভারতী। মূলত কোভিড-১৯ মহামারীর জন্য ২০২০ সালের এই দিনটি তেমন ঘটা করে পালন করা হয়নি। প্রথমে সংস্থার নিজস্ব পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের সূচনা করেন প্রাক্তন খেলোয়াড় তথা রাস্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মকর্তা শংকর চৌধুরী। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন শঙ্কর চৌধুরী, ক্রীড়া ভারতীর করিমগঞ্জ জেলা সম্পাদক সিদ্ধার্থশঙ্কর দে, করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথ, সমীর দাস। এছাড়া উপস্থিত ছিলেন দীপশ্রী পোদ্দার, রাখি দাস, কৃষ্ণেন্দু মালাকার, দেবর্ষি সিনহা প্রমুখ।

ধ্যানচাঁদ ক্লাব

এদিকে, সন্ধ্যা সাড়ে সাতটায় সংস্থার করিমগঞ্জ জেলা শাখার ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবব্রত সাহা।
উল্লেখ্য জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ক্রীড়া ভারতীর করিমগঞ্জ জেলা শাখার দ্বারা অনলাইনে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা—বসে আঁকো, যোগাসন, মেজর ধ্যানচাঁদের ওপর বক্তব্য, ক্যুইজ ইত্যাদি আয়োজিত হয়েছে। প্রতিযোগিতার ফলাফল কাল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংস্থার জেলা সম্পাদক।

করিমগঞ্জ ফুটবল রেফারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও ক্রীড়া দিবস পালন করেছে। হকির যাদুকর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কর্মকর্তারা। করিমগঞ্জ ডি এস এ-র অফিস গৃহে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রদীপ দেব, মৃণাল কান্তি দাস, কিশোর দাস, বিপ্লব দাস প্রমুখ। তারা ক্রীড়া দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা।
এদিকে, রেফারি সৌমিত্র দাস ফুটবলের নতুন নিয়ম নীতি নিয়ে আলোচনা করেন। এরপর করিমগঞ্জ ফুটবল রেফারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন Referee welfare Association) নতুন কর্মসমিতি ঘোষিত হয়। সভাপতি মৃণাল কান্তি দাস, সহসভাপতি প্রদীপ দেব, সাধারণ সম্পাদক বিপ্লব দাস, সহ সম্পাদক দেবাশিস চুটিয়া ও কোষাধ্যক্ষ সুরজিৎ মালাকার।

Related Articles

Back to top button
Close