বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর খুনের হুমকি
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর খুনের হুমকি দেওয়া হল। গ্রাম ছাড়া করার অভিযোগ তরুণীর। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বিচার না পেয়ে আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতা তরুণী ও তার পরিবার। মালদার বৈষ্ণবনগর থানার চাইপাড়া জৈনপুর গ্রামের ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম কালাম শেখ (২৫)। নির্যাতিতা তরুণীর পাড়াতেই অভিযুক্ত কালাম শেখের বাড়ি। নির্যাতিতা ওই তরুণীর অভিযোগ, গত ছয় মাসেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতিতে একাধিকবার সহবাসে লিপ্ত হয় তারা। কিন্তু বর্তমানে বিয়ে করতে অস্বীকার করে কালাম শেখ। বিষয়টি পরিবারের পাশাপাশি জানানো হয় সমাজকে। সিদ্ধান্ত নেওয়া হয় তাদের বিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরে কালাম শেখ বিয়ে না করে এলাকায় থেকে গা ঢাকা দেয়।
তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে তার সাথে প্রতারণা করা হয়েছে। এব্যাপারে বৈষ্ণবনগর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিচ্ছে না । বাধ্য হয়ে পুলিশ সুপার এবং আদালতের দ্বারস্থ হয়েছি। এখন অভিযুক্ত কালাম শেখ ও তার দলবল আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। গ্রাম থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনার পর আতঙ্কে রয়েছে তারা। এই অবস্থায় অভিযুক্তকে গ্রেফতার না করা হলে পুলিশ সুপারের অফিসের সামনে আত্মহত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন নির্যাতিতা ওই তরুণী।
পুলিশ সুপার অলক রাজোরিয়া জানিয়েছেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশকে।