পশ্চিমবঙ্গ
কান্দিতে বাবার হাতে খুন ছেলে
কৌশিক অধিকারী, কান্দিঃ মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত কান্দি পৌরসভার ১১নং ওয়ার্ডে হোটেলপাড়া এলাকায় বাবার হাতে খুন হলেন ছেলে । মৃত নাম ইমরান সেখ (২২), বাবা আল্লাহরাখা সেখ বাঁশ দিয়ে পিটিয়ে খুন করে ইমরান সেখকে বলে অভিযোগ।
স্হানীয় বাসিন্দাদের অভিযোগ, নেশার টাকা নিয়ে পরিবারের অশান্তি লেগেই থাকত আর তা নিয়ে বেশ কিছু দিন ধরেই পরিবারের অশান্তি ছিল, নেশার টাকা নিয়ে বিবাদের জেরে শুক্রবার বিকালে বাবা ছেলে কে বাঁশ দিয়ে মারধর করে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ, পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও ঘটনার পর পলাতক অভিযুক্ত বাবা আল্লাহরাখা সেখ। ঘটনার জেরে মা কে আটক করেছে পুলিশ।