পশ্চিমবঙ্গহেডলাইন
নদিয়ার ধুবুলিয়ায় ষষ্ঠীর রাতে খুন ব্যবসায়ী, তদন্তে পুলিশ

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: পুজোতেও দুষ্কৃতিকারীদের হাত থেকে নিস্তার নেই ব্যবসায়ী সহ নিরিহ গ্ৰামবাসীদের। গতকাল গভীর রাতে দুষ্কৃতীদের হাতে খুন হলেন, নদিয়ার ধুবুলিয়া থানা এলাকার সিংহাটি গ্ৰামের ব্যবসায়ী বিকাশ মল্লিক (৪০)। পেশায় খড় ও বিচুলি ব্যবসায়ী বিকাশবাবুকে গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী, অতর্কিতে বাড়িতে হানা দিয়ে ঘুম থেকে ডেকে তুলে খুন করে পালিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনার পর বাড়ির লোকজনদের চিৎকার চেঁচামেচিতে পাড়া প্রতিবেশীরা জড়ো হওয়ার আগেই দুষ্কৃতীরা চম্পট দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং দেহটি ময়নাতদন্তের জন্য আজ সকালে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। বিকাশবাবু স্ত্রী ও নাবালক একটি পুত্র সন্তান রয়েছে। ঘটনায় এখনও কেউ গ্ৰেফতার হয়নি। পুজোকে সামনে রেখে এহেন ঘটনায় হতবাক গ্ৰামবাসী, এলাকায় নেমে আসে শোকের ছায়া।