পুজো মণ্ডপ থেকে তুলে নিয়ে খুন যুবক, কল্যাণীতে চাঞ্চল্য

শ্যামলকান্তি বিশ্বাস, কল্যাণী: পুজো মণ্ডপ থেকে যুবককে ফুসলিয়ে তুলে নিয়ে খুনের ঘটনায় কল্যাণীতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীকারীরা এলাকার একটি নির্জন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে প্রথমে যুবকের সঙ্গে বচসা তারপর খুন করে পালায় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও কেউ গ্ৰেফতার হয়নি। ঘটনা গতকাল রাত ৯টা নাগাদ।
কল্যাণী থানার শগুনা গ্ৰাম পঞ্চায়েতের অধীন, সুভাষ নগর গ্ৰামের বারোয়ারী দুর্গা পুজো মন্ডপে এলাকার জনৈক সদস্য বিনয় সরকার (৩৬) বসেছিলেন। তখন আনুমানিক সময় রাত ৯টা, অতর্কিতে একদল যুবক এসে বিনয় সরকারের উপর চড়াও হয়। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার পর বিনয়কে জোরপূর্বক ওখান থেকে তুলে নিয়ে যায়, ওই উশৃঙ্খল যুবকেরা এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ওখানকার স্থানীয় একটি স্কুল মাঠে বিনয়কে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। তারপর স্থানীয়দের খোঁজাখুঁজিতে বিনয়কে স্কুল মাঠে লুটিয়ে থাকতে দেখে, তড়িঘড়ি স্থানীয় জওহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বিনয় ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিলেও রাত ২টো ৩০ মিনিট নাগাদ মৃত্যু হয় তার।
আরও পড়ুন:পাকিস্তানের পেশোয়ারে বিস্ফোরক ফেটে দুর্ঘটনা…মৃত ৭, আহত ৭০
ঘটনায় এলাকার পরিবেশ থমথমে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।