fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মুর্শিদাবাদে এবার করোনায় আক্রান্ত ২ চিকিৎসক ও এক স্বাস্থ্য কর্মী সহ ৫ পুলিশ কর্মী

কৌশিক অধিকারী, বহরমপুর: বুধবার মুর্শিদাবাদ জেলাতে নতুন করে কোভিড- ১৯ আক্রান্ত হলেন ২৭জন। যাদের মধ্যে করোনা যোদ্ধা চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও পুলিশ কর্মী রয়েছেন। বুধবার মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস জানিয়েছেন, নতুন করে ২৭ জন করোনা আক্রান্ত হদিশ মিলল। তাদের মধ্যে পাঁচজন পুলিশ কর্মী, ২ জন ডাক্তার ও ১জন স্বাস্থ্য কর্মী রয়েছেন।

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক থেকে করোনা আক্রান্ত খোঁজ পাওয়া গিয়েছে। মুর্শিদাবাদ জেলাতে এখনও পর্যন্ত মোট আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৬৪২ জন। যদিও সুস্থ‍্যতার হার প্রায় ৫০০ বলে জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে। বুধবার আক্রান্তদের সকলকে বহরমপুরে কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য।

অন্যদিকে বুধবার সকাল থেকেই লকডাউন সফল করতে জেলা জুড়ে কঠোর নজরদারি চালানো হয় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। লকডাউন ভঙ্গ করার জন্য বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

Related Articles

Back to top button
Close