fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মুর্শিদাবাদে কোভিডে আক্রান্ত পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও স্বাস্থ্যকর্মীরা

কৌশিক অধিকারী, বহরমপুর: মুর্শিদাবাদ জেলাজুড়ে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলল। সোমবার জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে যে, জেলাতে ৫৫ জন করোনা আক্রান্ত হদিশ মিলেছে। এদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ১৮ জন মহিলা রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ জন পুলিশ কর্মী রয়েছেন, ৫জন সিভিক ভলান্টিয়ার ও ৪ জন স্বাস্থ্য কর্মী রয়েছেন। পাশাপাশি ৪ জন আক্রান্ত রয়েছেন তারা কর্মসূত্রে বাইরে থাকতেন এবং ফিরে এসেছেন এমনও রয়েছেন।

[আরও পড়ুন- শতাধিক তৃণমূল কর্মীর বিজেপিতে যোগ]

উল্লেখ্য, রবিবার থেকে মুর্শিদাবাদ জেলাতে Rapid অ্যান্টিজেন টেষ্ট শুরু হয়েছে। ইতিমধ্যেই এই টেষ্টে ৭ জন করোনা আক্রান্ত রোগীর হদিশ মিলেছে। লালগোলা ব্লকের সবথেকে বেশি করোনা আক্রান্ত সংখ্যা পাওয়া গিয়েছে মোট ১৭ জন, নওদা ব্লকের ৪ জন, রঘুনাথগঞ্জ ১নং ব্লকের ৭ জন, সুতি ১নং ব্লকের ১ জন, সুতি ২নং ব্লকের ১ জন, সালার ব্লকের ৩ জন, খড়গ্রাম ব্লকের ১ জন, কান্দি পৌরসভা এলাকায় ১ জন, ভগবানগোলা ১নং ব্লকের ১ জন, বহরমপুর পৌরসভা ৩ জন, মুর্শিদাবাদ পৌরসভা ১ জন, জঙ্গিপুর পৌরসভা ১ জন। মুর্শিদাবাদ জেলাতে মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৮২১ জন। আক্রান্তদের উদ্ধার করে বহরমপুরে কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য।

 

Related Articles

Back to top button
Close