fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মুর্শিদাবাদে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৯, সুস্থ ৯

কৌশিক অধিকারী, বহরমপুর: মুর্শিদাবাদ জেলাতে ঝড়ের গতিতে বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। সালারে প্রথম আক্রান্তের খোঁজ মেলার পর থেকে একে একে বেড়ে চলেছে সংখ্যা। গত কয়েকদিন থেকে সেই সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সোমবার বিকেলে জেলা স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন থেকে জানা যায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪৬। তারপর সোমবার রাতেই আরও ৪ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া যায়। আক্রান্ত বেড়ে হয় অর্ধশত। ফের মঙ্গলবার সকালে নতুন করে আরও ৯ জন আক্রান্তের খোঁজ মেলে বলে সূত্রের খবর। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৯। মঙ্গলবার নতুন ৯ আক্রান্তের মধ্যে ৬ জন শক্তিপুর থানা এলাকার বাসিন্দা বাকি ৩ জন সাগরদিঘী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আক্রান্তরা সকলেই বহরমপুর মাতৃসদন করোনা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে ৯ জন এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেই জানা যায়।

Related Articles

Back to top button
Close