করোনায় মৃত্যু মুর্শিদাবাদের নওদার বিডিও কৃষ্ণ চন্দ্র দাসের, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কৌশিক অধিকারী, বহরমপুর: কোভিড আক্রান্ত হয়ে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল করোনা যোদ্ধা নওদা ব্লকের বিডিও কৃষ্ণ চন্দ্র দাসের। তার মৃত্যুতে শোকাহত জেলার প্রশাসনিক মহল। তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সকল রাজনৈতিক ব্যক্তিত্বরা।
গত ২৪ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৬০জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। যদিও আগের থেকে একদিনে আক্রান্তের সংখ্যা কমেছে সোমবারে। অন্যদিকে জেলার অধিকাংশ ব্লক থেকেই করোনা আক্রান্ত হদিশ মিলতেই উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর।
সোমবার মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রশান্ত বিশ্বাস জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৬০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ভিআরডিএল টেস্ট ও Rapid অ্যান্টিজেন টেস্টও পজিটিভ হয়েছেন অনেকেই। মুর্শিদাবাদ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯২৭জন, যদিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অধিকাংশ করোনা আক্রান্ত রোগী।
মুর্শিদাবাদ জেলার যে সমস্ত ব্লক থেকে করোনা আক্রান্ত খোঁজ পাওয়া গিয়েছে তারা হলেন ফরাক্কা ব্লকের ১জন, রঘুনাথগঞ্জ ১নং ব্লকের ৬জন, রঘুনাথগঞ্জ ৫নং ব্লকের ৩জন, সুতি ২নং ব্লকের ২জন, সুতি ১নং ব্লকের ১জন, জঙ্গিপুর পৌরসভা এলাকার ১জন, নবগ্রাম ব্লকের ৪জন, সাগরদিঘী ব্লকের ১জন, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ২জন, মুর্শিদাবাদ পৌরসভা এলাকার ২জন, ভগবানগোলা ১ নং ব্লকের ৫জন, লালগোলা ব্লকের ২জন, রানীনগর ১নং ব্লকের ১জন, জলঙ্গি ব্লকের ১জন, ডোমকল ব্লকের ১জন, বেলডাঙা পৌরসভা এলাকার ২জন, বেলডাঙা ২নং ব্লকের ৭জন, বেলডাঙা ১নং ব্লকের ২জন, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২জন, খড়গ্রাম ব্লকের ৫জন, কান্দি পৌরসভা এলাকার ২জন, ভরতপুর ১নং ব্লকের ৫জন, ভরতপুর ২নং ব্লকের ১জন। আক্রান্তদের অনেক জনকেই হোম আইসোলেশন রাখা হয়েছে এবং বহরমপুর মাতৃ সদনে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য।
অন্যদিকে বেশ কিছু দিন ধরেই কোভিড আক্রান্ত হয়েছিলেন কোভিড যোদ্ধা নওদা ব্লকের বিডিও কৃষ্ণ চন্দ্র দাস। রবিবার রাতে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকাহত মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক মহল ও জেলাবাসী।