মুর্শিদাবাদ জেলায় লকডাউন ভঙ্গ করার জন্য আটক ৯২জন

কৌশিক অধিকারী, বহরমপুর: কোভিড সংক্রমণ মোকাবিলা করতে আগষ্ট মাসের শেষ লকডাউন চলছে সোমবার। সোমবার রাজ্য জুড়ে চলছে পূর্ণ লকডাউন। সোমবার সকাল থেকেই লকডাউন কার্যকর করতে রাস্তায় নামে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন। সোমবার দিন ভর মুর্শিদাবাদ পুলিশ জেলায় আটক করা হল ৯২জনকে।
মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারকে সবরী রাজ কুমার জানিয়েছেন, মুর্শিদাবাদ পুলিশ জেলার প্রত্যেকটি থানা এলাকায় করোনা অতিমারীর মোকাবিলায়, পুলিশের পক্ষ থেকে লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে প্রচার এবং প্রত্যেকটি থানা এলাকায় টহলদারী চলেছে এবং এখন পর্যন্ত ৯২ জনকে লকডাউন অমান্য করে পথে নামার অপরাধে আটক করা হয়েছে।
পাশাপাশি, জেলাবাসীর কাছে অনুরোধ করা হয় সুরক্ষিত ভাবে পরবর্তী লকডাউনগুলি মেনে করোনা অতিমারীর মোকাবিলায় প্রশাসনকে সাহায্য করার জন্য। সোমবার সকাল থেকেই লকডাউনে সম্পুর্ন বন্ধ থাকে দোকান পাট বেসরকারি বাস ও গন পরিবহন ব্যবস্থা।