fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যে বিতরণ করা হল মাস্ক

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা:  দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের বিভিন্ন অঞ্চলে ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যে বিতরণ করা হল মাস্ক। গোসাবা বিডিও সৌরভ মিত্র এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অচিন পাইক, জেলা পরিষদের সদস্য অনিমেষ মন্ডলের উদ্যোগে ধামসা মাদলের আদিবাসী নৃত্যের তালে ছন্দে বিতরণ করা হল মাস্ক। সাধারণ মানুষজনকে করোনা ভাইরাস বিষয়ে সচেতন করে তুলতে বিতরণ করা হল কয়েকশো মাস্ক, স্যানিটাইজার।

[আরও পড়ুন- মাস্ক, হ্যান্ড গ্লাভস, পিপিই কিট ব্যাবহারের পর যত্রতত্র পড়ে রয়েছে]

ক্যানিং মহকুমা দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। ফলে সাধারণ মানুষজন যাতে আতঙ্কগ্রস্ত না হয়ে পড়ে তার জন্য এই অভিনব উদ্যোগ। গোসাবা বিডিও সৌরভ মিত্র বলেন, সাঁওতালি নাচ-গানের মধ্য দিয়ে করোনা ভাইরাস বিষয়ে সাধারণ মানুষজনকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্য বিধির নিয়ম কানুনও তুলে ধরা হচ্ছে। প্রতিদিন স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনেই বিভিন্ন ভাবে এই মহামারী বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে এলাকার মানুষজনকে।

 

 

Related Articles

Back to top button
Close