fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

মুসলিম বিজেপি নেত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হল

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রামের পুজো করতেন তিনি। মুসলিম হয়েও তিনি বিজেপির সমর্থক ছিলেন। সেই বিজেপি নেত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হল। রুবি আসিফ খান নামের ওই বিজেপি নেত্রী এই হুমকি পাওয়ার পর পুলিশের দ্বারস্থ হয়েছেন। জেলা প্রসাশনের কাছেও নিরাপত্তার দাবি জানিয়েছেন এই বিজেপি নেত্রী।

রুবি আসিফ খান নামের এই বিজেপি নেত্রী রাম মন্দির নির্মাণের জন্য ৫১০০ টাকা অনুদান দিয়েছিলেন। আলিগড়ের মহবীরগঞ্জের বিজেপির মহিলা মোর্চার সভাপতির পদে রয়েছেন তিনি। রাম মন্দিরের ভূমি পুজোর দিন নিজের বাড়িতে রামের পুজোর আয়োজন করেছিলেন তিনি। এইসব মেনে নিতে পারেননি তাঁর সম্প্রদায়ের মানুষরা। আর এরপরেই তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা। তাঁর বিরুদ্ধে একাধিক পোস্টারও দেওয়া হয় গোটা আলিগড়ে।

রুবি আসিফ খানের সঙ্গে আরও এক মহিলার বিরুদ্ধে হুমকি পোস্টার পড়েছে আলিগড়ে। সেই মহিলাও রুবি আসিফার সঙ্গে রাম পুজোর আয়োজনে সামিল হয়েছিলেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Related Articles

Back to top button
Close