fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

“মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের বোন ভাবুন”, লাভ জিহাদ নিয়ে মন্তব্য সপা-র সাংসদের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ লাভ জিহাদ নিয়ে ক্যাবিনেটে বিল পাশ করিয়ে নিয়েছেন। এরইমধ্যে সমাজবাদী পার্টির সাংসদ ডঃ এসটি হাসান মুসলিম যুবকদের উদ্দেশ্যে নয়া মন্তব্য করলেন। তিনি জানালেন যে, তাঁরা যেন হিন্দু মেয়েদের নিজের বোন বলে মনে করে। উত্তরপ্রদেশে লাভ জিহাদ নিয়ে নতুন আইন সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান যে, ‘বিশেষ করে মুসলিম যুবকরা হিন্দু মেয়েদের নিজের বোনের মতন মনে করুন, নয়ত আরও অত্যাচারিত হতে পারেন।” তিনি মুসলিম যুবকদের কোনওরকম প্রলোভনে পা দিতে নিষেধ করেছেন। উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার লাভ জিহাদের বিরুদ্ধে ক্যাবিনেটে অধ্যাদেশ পাশ করিয়ে নিয়েছে। আর এরমধ্যে সমাজবাদী পার্টির সাংসদ ডঃ এসটি হাসানের এই মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, লাভ জিহাদ রুখতে কড়া অধ্যাদেশ জারি করেছে যোগী আদিত্যনাথ সরকার। বিয়ের জন্য ধর্মান্তকরণ বন্ধ করতে যোগী সরকার যে কঠোর আইন আনছে, তাঁর খসড়া লখনউয়ে গত মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে বলে জানান রাজ্যের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং। এই অধ্যাদেশে অনুমোদন দেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।

আরও পড়ুন-কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

আন’লফুল রিলিজিয়াস কনভারশন অর্ডিন্যান্স ২০২০-য় বলা হয়েছে, যদি দেখা যায় শুধুমাত্র ধর্মান্তকরণের জন্য কোনও মহিলাকে বিয়ে করা হয়েছে তাহলে সে বিয়েকে বাতিল বলে ঘোষণা করা যাবে। যদি কেউ নির্দেশ অমান্য করে বিয়ের জন্য ধর্ম বদলাতে বাধ্য করে, তাহলে ওই ব্যক্তির সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাবাস ও ১৫ হাজার টাকা জরিমানা হতে পারে। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত নাবালক ও মহিলাদের জোর করে বা প্রলোভন দেখিয়ে ধর্ম বদল করা হলে শাস্তি হবে ৩ থেকে ১০ বছর পর্যন্ত জেল ও ২৫ হাজার টাকা জরিমানা। গণহারে ধর্মান্তরণের জন্য একইভাবে ৩ থেকে ১০ বছর পর্যন্ত জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে। সমাজবাদী পার্টি সমেত রাজ্যের সমস্ত বিরোধী দলই এর বিরোধিতা করছে।

শুধুমাত্র উত্তরপ্রদেশ সরকার নয় লাভ জিহাদ নিয়ে একের পর এক রাজ্য কড়া পদক্ষেপ নিচ্ছে। মধ্যপ্রদেশ এবং হরিয়ানার পর উত্তরপ্রদেশ তৃতীয় রাজ্য হিসেবে লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইনের কথা ঘোষণা করে। এদিকে, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ এমন ঘোষণার বিরোধিতা করেছে পাঁচটি বিরোধী শাসিত রাজ্য। তাদের অভিযোগ, এমন পদক্ষেপ জনগনের ব্যক্তিগত স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। বাড়বে সাম্প্রদায়িক বিদ্বেষের ঘটনাও। তিন রাজ্যের এমন পদক্ষেপের কড়া নিন্দা জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

Related Articles

Back to top button
Close