
মোকতার হোসেন মন্ডল: মহরমের মিছিলে করোনা বাড়লে মুসলিমদের দোষ হবে, তাই ওইদিন লকডাউন চাইলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। গণমাধ্যমকে তিনি বলেন, মহামারি করোনা ভাইরাস চলছে। এই অবস্থায় জমায়েত করে পথে মিছিল করা ঠিক হবেনা। কোনও কারণে মিছিল থেকে করোনা ছড়ালে তবলীগ জামাতের মতো মুসলিমদের উপর দোষ দেবে। তাছাড়া নিজেদের সুরক্ষার জন্য জমায়েত এড়িয়ে যেতে হবে। তাই সরকারের কাছে অনুরোধ ওইদিন লকডাউন করা হোক।
পীরজাদা ত্বহা সিদ্দিকী বলছেন, মহরমের দিন বাড়িতে বসে আল্লাহকে ডাকুন। নফল রোজা রাখুন, কুরআন পড়ুন। কিন্তু কোনভাবে পথে বেরিয়ে মিছিল করা উচিত নয়। তিনি আরও বলেন, অনেক মুসলিম আবেগে মিছিল করে, নামাজ,রোজা করে না। কারবালার মূল উদ্দেশ্য এতে হারিয়ে যায়। পবিত্রতা, নামাজ,রোজা ছাড়া ইসলাম মানা হয়না।
মহরমে শান্তি সম্প্রীতি ও সংহতি রক্ষার জন্য মুসলিম সমাজকে এগিয়ে আসতে বলেন তিনি।