fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

মথুরায় আশ্রমের মধ্যে রহস্যমৃত্যু ২ সাধুর, আশঙ্কাজনক অবস্থায় আরও ১

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে আশ্রমের মধ্যেই ২ সাধুর রহস্যমৃত্যু হল। মথুরার একটি আশ্রমে রহস্যমৃত্যু হয় এই দুই সাধুর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১ জন সাধু। তাঁর নাম রামবাবু। জানা গিয়েছে যে, চা পানের পরেই মৃত্যু হয় এই দুই সাধুর। এদের নাম গুলাব সিং (৬০) এবং শ্যাম সুন্দর (৬১)।

আরও পড়ুন- করাচিও ভারতের হবে

চা পানের পর এদের মৃত্যু হলেও, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে মথুরার এসএসপি গৌরব গ্রোভার জানিয়েছেন, মৃত দুই জন সাধুর মধ্যে চা পানের পর ঘটনাস্থলেই মারা যান গুলাব সিং (৬০)। অপর সাধু শ্যামসুন্দরকে (৬১) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন। এসএসপি গৌরব গ্রোভার আরও বলেন, “ফরেনসিক দলের আধিকারিকরা আশ্রমের যেখানে চা খাওয়ার পরে ওই দুই সাধু মারা গিয়েছিলেন, তার প্রমাণও সংগ্রহ করছে।” এই বিষয়ে মথুরার জেলাশাসক রাম মিশ্র জানিয়েছেন যে, চা খাওয়ার পরই দুই সাধুর মৃত্যু হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

 

Related Articles

Back to top button
Close