সাত সকালে উল্টে গেল একটি যাএীবাহী বাস, বেশ কয়েকজন আহত

মিলন পণ্ডা, (পূর্ব মেদিনীপুর): সাত সকালে উল্টে গেল একটি যাএীবাহী বাস। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভুপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর-২ নম্বর ব্লকের শক্তিয়া কিষাণমান্ডি এলাকায়। স্থানীয় বাসিদারা ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা জন্য পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূএে জানাগিয়েছে শনিবার সকালে বাসটি সারানো জন্য নিয়ে যাচ্ছিল। সকাল আটটা নাগাট পূর্ব মেদিনীপুর জেলার ভুপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর-২ নম্বর ব্লকের শক্তিয়া কিষাণমান্ডি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টো যায় যাএীবাহী বাস। বাসে থাকা বেশ কয়েকজন আহত হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ভগবানপুর থানার পুলিশ।
আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত হলেন উত্তরাখণ্ডের বিজেপি সভাপতি
দুর্ঘটনা গ্রস্ত যাত্রীবাহী বাস ক্রেনের সাহায্যে নয়নজ্বলি থেকে তোলা ব্যবস্থা শুরু করেছে পুলিশ।তারপরে সারানো জন্য গ্যারেজের নিয়ে যাওয়ার হয়েছে। ঠিক কি কারনে এমন দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।