প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন নবারুন নায়েক

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: রক্তের কোনও বাদ বিচার হয় না। বর্তমান করোনা আবহ কালে সময়টা খুবই সংকটময়।এই অবস্থার মধ্যেও বিজেপি কর্মীরা এলাকায় এলাকায় মোদিজীর ৭০ তম জন্মদিনকে সামনে রেখে সেবামূলক কাজে ব্যস্ত। এই জন্মদিনকে সামনে রেখেই রাজ্য জেলা স্তরের নেতৃত্বরা সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে বিজেপির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
প্রত্যেকটি রক্তদান শিবিরে কর্মীদের নিরলস প্রচেষ্টায় সফল বলে দাবি করলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবারুন নায়েক। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মন্ডল ১-এর ধলহলা অঞ্চলের অন্তর্গত বামুনআড়া গ্রামে এক রক্তদান শিবিরের উদ্বোধন করতে এসেছিলেন। সেখানে শ্রী নায়েক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের স্বচ্ছতার দিকগুলো তুলে ধরেন। আদর্শ ভালোবাসার মধ্যে মানুষের মন জয় করতে সক্ষম বলেই আজ সকলের কাছে সুনামির অধিকারী মোদীজি। মোদিজীর আদর্শে অনুপ্রাণিত হয়েই গ্রামগঞ্জের বিজেপি কর্মীরা নানা কাজের সেবায় ব্রতী ,এই রক্তদান শিবির তার অঙ্গ। শিবিরে বিজেপির জেলা নেতা বামদেব গুছাইত, আশিস মণ্ডল,পূর্ণেন্দু নন্দ সহ ব্লক স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত দান করেন। প্রত্যেক রক্তদাতাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান নবারুন নায়েক ও বামদেব গুছাইত।
অন্যদিকে মোদিজীর জন্মদিনকে সামনে রেখে পশ্চিম পাঁশকুড়া বিধানসভার পূর্ব বাকুলদার 26 নম্বর বুথে ওবিসি মোর্চার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচিতে ওবিসি মোর্চার তমলুক সাংগঠনিক দায়িত্বে সাধারণ সম্পাদক উমাচরণ মালাকার ও জেলা নেতা পূর্ন চন্দ্র মান্না উপস্থিত ছিলেন।