স্থানীয় মানুষের সমস্যাগুলি বেশি করে তুলে ধরার কথা বললেন নবারুণ নায়েক

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: ভারতীয় জনতা পার্টি একটার পর একটা নানা কর্মসূচি গ্রহণ করে জেলাজুড়ে তাদের জনভিত্তি জানান দিচ্ছে। প্রথম পর্যায়ের গৃহ সম্পর্ক জেলাজুড়ে সফল বলেই জেলা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। রবিবার দ্বিতীয় পর্যায়ের শক্তি কেন্দ্র ভিত্তিক বক্তাদের প্রশিক্ষণ শিবিরে স্থানীয় মানুষের নানা সমস্যার কথা তুলে ধরার কথা বললেন তমলুক জেলা সাংগঠনিক বিজেপির সভাপতির নবারুণ নায়েক। তমলুক নগর পার্টি অফিসে এই প্রশিক্ষণ শিবিরে জেলার সভাপতি নবারুন নায়েক বক্তব্য রাখতে গিয়ে বলেন দ্বিতীয় পর্যায়ে যে কর্মসূচি নেওয়া হয়েছে তাতে বক্তাদের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের সাফল্যের বিষয়গুলি পথসভায় মাধ্যমে সাধারণ মানুষের জ্ঞাতার্থে বিস্তারিতভাবে তুলে ধরতে হবে, সাধারণ মানুষ যাতে সেই বক্তব্য শুনে,তার জন্য এই সভা থেকে বেশ কয়েকটি গাইডলাইনও বেঁধে দেওয়া হয়েছে।
মূলত তার উপর ভিত্তি করেই বক্তারা শক্তি কেন্দ্রের এলাকার পথ সভাতে তাদের বক্তব্য তুলে ধরবে। সেই সঙ্গে শ্রী নায়েক আরও বলেন, বর্তমান তৃণমূল চালিত সরকারের ব্যর্থতা গুলি ওই পথসভার মধ্য দিয়ে প্রকাশ করতে হবে। যা ওই সংশ্লিষ্ট এলাকার মানুষজন বক্তব্য শুনে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরূপ মনোভাব নেয়। আজকের এই প্রশিক্ষণ শিবিরে আরো তথ্য ভিত্তিক বেশ কয়েকটি গাইডলাইন দেওয়া হয়। এই প্রশিক্ষণ শিবিরে জেলার তিন সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র মাইতি, পুলক কান্তি গুড়িয়া, সাহেব দাস সহ বিজেপির সমস্ত পদাধিকারী উপস্থিত ছিলেন। উল্লেখ করা যায় তমলুক জেলা সাংগঠনিক এলাকায় 484টি শক্তি কেন্দ্র রয়েছে। আজ থেকেই দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি শুরু হল। যা নিয়ে এই প্রশিক্ষণ শিবিরে আগত নেতৃত্বদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও লক্ষ্য করা গেছে।