একুশের রণকৌশল সাজাতে সোমবার রাজ্যে আসছেন নাড্ডা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একুশের রণকৌশলের নীল নক্সা তৈরির জন্য সোমবার একদিনের ঝটিকা সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা। উত্তরবঙ্গের শিলিগুড়িতে বিজেপি নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। অবশ্য নাড্ডা নন , পুজোর আগে বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তবে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এবার তিনি আসতে পারছেন না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য বিজেপিকে জানিয়ে দিয়েছে, আপাতত অমিত শাহ আসছেন না। তাঁর পরিবর্তে রাজ্যে আসছেন দলের
সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা। প্রসঙ্গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বঙ্গ বিজেপির শীর্ষনেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠক হয় দলের কেন্দ্রীয় নেতাদের। তখনই স্থির হয়েছিল যে, পুজোর আগে একবার অন্তত বাংলা সফর করবেন অমিত। কিন্তু চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তা করার সময় অমিত পাননি। ১৭ বা ১৮ অক্টোবর তিনি শিলিগুড়িতে বৈঠক করবেন বলে মৌখিক ভাবে বঙ্গ বিজেপি-কে জানানো হয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন দলের রাজ্য নেতারা। কিন্তু বুধবার জানা গিয়েছে যে, অমিত শাহ আপাতত বাংলায় আসতে পারছেন না।
একুশের নির্বাচন কড়া নাড়ছে। বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে বিধানসভা নির্বাচনকে টার্গেট করেছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব একুশকে পাখির চোখ করেছেন। সেই লক্ষ্যে একুশের ছক সাজাতে সোমবার শিলিগুড়িতে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন জে.পি. নাড্ডা।
এই কর্মসূচির দায়িত্বে থাকা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘নাড্ডাজি সকাল ১০ টায় বাগডোগরা বাগডোগরায় নামবেন। তারপর গাড়িতে শিলিগুড়ি। এখানেই সারাদিন সাংগঠনিক বৈঠক করবেন তিনি। বৈঠকে থাকবেন জেলা সভাপতিরা, উত্তরবঙ্গের সাংসদরা, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ( সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় প্রমুখ। বিকেল সাড়ে ৪ টের বিমানে দিল্লি ফিরে যাবেন নাড্ডাজি।’