পশ্চিমবঙ্গহেডলাইন
নদিয়া বইমেলা ২০২০ শুরু হচ্ছে আগামী ১৯ শে ডিসেম্বর

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : ১৯ শে ডিসেম্বর উদ্বোধন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত নদিয়া বই মেলা ২০২০ এবং চলবে ২৪ শে ডিসেম্বর পর্যন্ত। ছয় দিনের এবারের বই মেলায় মাত্র পঞ্চাশটি স্টল থাকছে। মূল মঞ্চ হবে প্রয়াত অভিনেতা কৃষ্ণ নাগরিক সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত,তবে এবার কোন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয় নি। দুটি তোরণ গেট হবে, যথাক্রমে প্রয়াত জননেতা কৃষ্ণনগরের ভূমিপুত্র কাশীকান্ত মৈত্র ও দেওয়াণ কার্তিকেও চন্দ্র রায়ের স্মরণে। এবছর মেলার স্থান পরিবর্তন করে আবার ফিরিয়ে আনা হয়েছে আবার কৃষ্ণনগর টাউন হল ময়দানে। করোনা অতিমারী আবহে সমস্ত সরকারি নিয়ম বিধি মেনেই এবারের বই মেলার আয়োজন। মেলায় এবছর কোন প্রবেশ মূল্য রাখা হয়নি।