নদীয়ায় বিধায়কের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ৫০টি তৃণমূল কংগ্রেস পরিবারের

শ্যামল কান্তি বিশ্বাস,কৃষ্ণনগর: কৃষি বিলের সমর্থনে দলীয় কর্মী সভায়, এলাকার ৫০টি তৃণমূল কংগ্রেস পরিবার বিজেপিতে যোগদিলেন। কৃষ্ণনগর বিধানসভা এলাকাধীন দক্ষিণপাড়া ১ নং গ্ৰাম পঞ্চায়েতের বেলের পাড়ায় কৃষি বিলের সমর্থনে গতকাল সভা ছিল বিধায়ক আশীষ কুমার বিশ্বাসের।ওই সভায় এলাকার ৫০ টি তৃণমূল কংগ্রেস পরিবার,তাদের দল ছেড়ে এদিন বিধায়কের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন। আশীষ বাবু সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন।
আরও পড়ুন: গভীর রাতে পথ দুর্ঘটনায় জখম তিন, উত্তেজিত জনতা আগুন ধরালো বাইকে
আজ এক সাক্ষাৎকারে বিধায়ক আশীষ কুমার বিশ্বাস জানিয়েছেন, তৃণমূলের বহু কর্মী সমর্থক আর ওই দলটি করতে চাইছে না। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করে যেভাবে স্বজনপোষনের রাজনীতিতে স্থানীয় স্তরে জড়িয়ে পড়েছে শাসক তৃণমূল!ওই জাল থেকে আর বেরতে পারছেনা ওরা। দূর্নীতিগ্রস্ত শাসক তৃণমূলকে রাজ্যের মানুষ আর চাইছে না,তাই দলে দলে আমাদের দলে নাম দেখাচ্ছে আদি তৃনমুলীরা।এই সরকারের আয়ু শেষ হতে চলেছে,তাই বিদায় বেলা দূর্নীতি অনেক বেড়ে গেছে, ঘটনায় ক্ষিপ্ত সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ, এদের অপশাসন থেকে পরিত্রাণ চাইছে বাংলার মানুষ।