fbpx
কলকাতাশিক্ষা-কর্মজীবনহেডলাইন

কলেজের মেধা তালিকায় একাধিক পর্ন স্টারের নাম, রিপোর্ট চাইবে উচ্চ শিক্ষা দফতর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্ন জগত থেকে সরাসরি শিক্ষা জগতে পৌছে গেল পর্নস্টার সানি লিওন ও মিয়া খালিফা। আর তাতেই অস্ব্স্তিতে এবার রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। আশুতোষ, বজবজ কলেজের পর এবার বারাসত কলেজের মেধাতালিকায় প্রাক্তন পর্নস্টার ও বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম থাকায় বিতর্ক তৈরি হয়৷ শুধু তাই নয় বারাসত কলেজে মেধাতালিকায় রয়েছে ৩ পর্নস্টারের নাম৷ মীয়া খলিফা সহ আরও দুইজনের।

 

উচ্চ শিক্ষা দফতর সূত্রের খবর, তাই কলেজগুলির থেকে অবিলম্বে এ বিষয়ে রিপোর্ট চাওয়া হবে৷ কী করে অনলাইনের ফর্ম নজর এড়ালো তা জানতে চাওয়া হবে কলেজ কর্তৃপক্ষের কাছে৷ একই সঙ্গে পুরো ঘটনার তদন্ত করবে পুলিশ প্রশাসন। শিক্ষাবিদদের মতে এ কোন বিক্ষিপ্ত ঘটনা নয়। এর পেছনে কোন চক্রের হাত আছে। বারাসত গভর্নমেন্ট কলেজের মেধাতালিকায় ৪ জন পর্নস্টারের নাম রয়েছে৷ সানি লিওন, মিয়া খলিফা-সহ ৪ জন প্রাক্তন ও বর্তমান পর্নস্টারের নাম রয়েছে৷ দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজে ইংরেজি অনার্সের ১৫১ তম স্থানে সানির নাম উঠেছে। এই পর্নস্টারদের ইন্টারনেটে থাকা তথ্যের সঙ্গে আবেদনের তথ্য মিলে গিয়েছে৷ উচ্চ মাধ্যমিকের নম্বরগুলির সঙ্গে ঠিকানাও থাকছে৷

         আরও পড়ুন: আধুনিক প্রযুক্তির সাহায্যে পঙ্গপাল হানায় বিশেষ ক্ষতি হয়নি: প্রধানমন্ত্রী

বারাসত কলেজের প্রিন্সিপাল জানাচ্ছেন, এই তথ্যগুলি আবেদনকে বৈধতা দিচ্ছে না৷ বরং তাঁর দাবি, কেউ ষড়যন্ত্র করে ফেক পোস্ট করেছে৷ মেধা তালিকায় সানির নাম থাকা নিয়ে ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button
Close