পশ্চিমবঙ্গহেডলাইন
বারুইপুর উত্তরভাগে নরকঙ্কাল এর মাথার খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা: বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক, তখন বারুইপুর উত্তরভাগ বাজারের পিয়ালী নদীর খাল থেকে উদ্ধার হল এক নরকঙ্কালের মাথার খুলি। তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হল।
লকডাউন-এ বাজার মন্দা থাকায় উত্তর ভাগের কিছু বাসিন্দা পিয়ালী নদীতে মাছ ধরতে গিয়ে দেখতে পায় যে জলের মধ্যে একটা বস্তাবন্দি কিছু একটা পড়ে রয়েছে।
তড়িঘড়ি বারুইপুর থানায় ফোন করা হয়। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ এসে নর কঙ্কাল মাথার খুলি উদ্ধার করে।