গুরুত্বপূর্ণদেশহেডলাইন
বিহারে ভোট প্রচারের ময়দানে খোদ নরেন্দ্র মোদি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার বিহারের ভোট প্রচারের ময়দানে নেমে পড়লেন খোদ নরেন্দ্র মোদি। শুক্রবার সাসারমে নীতীশকে পাশে বসিয়েই ভোট প্রচারে নরেন্দ্র মোদি। মোদি সমাবেশ করেন গয়া ও ভাগলপুরেও। বিহার ভোটে নীতীশ কুমারের দলের সঙ্গে জোট বেঁধেছে বিজেপি। এদিন জোটপ্রার্থীদের সমর্থনের আর্জিও জানান নমো।
২৮ অক্টোবর প্রথম দফার ভোটগ্রহণ। প্রচারের চূড়ান্ত লগ্নে খোদ নরেন্দ্র মোদি ৩ জায়গায় জনসভা করেন। বিহারে নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই প্রচারে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
উল্লেখ্য, এদিন বিহারে ভোট প্রচার করবেন রাহুল গান্ধীও। ভাগলপুরের কাহালগাঁওয়ে প্রার্থীর হয়ে প্রচার করবেন তিনি। এরপর নাওয়াদার হিসুয়াতেও যাওয়ার কথা রাহুল গান্ধীর।
বিহার ভোটে RJD ও বামেদের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। বিরোধী মহাজোটে মুখ্যমন্ত্রী পদের মুখ লালু পুত্র তেজস্বী যাদব।