
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ নজরে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড নিবার্চন। তার প্রস্তুতি শুরু হয়েছে আগে থেকেই। আ, শুক্রবার ভার্চুয়াল সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে প্রথম দফার নির্বাচন। উত্তরপ্রদেশে ভোট ১০ ফেব্রুয়ারি। শুক্রবার বেলা ১২টায় উত্তরাখণ্ডের চারটি বিধানসভা কেন্দ্রের জন্য ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উত্তরপ্রদেশের পাঁচটি বিধানসভা কেন্দ্রের জন্য ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মোদী।
বৃহস্পতিবার রাতে মোদী ট্যুইট করে জানান, ‘গত পাঁচ বছরে উত্তরাখণ্ডে উন্নয়নের নয়া উচ্চতায় পৌঁছেছে। দেবভূমির মানুষের সঙ্গে যখনই দেখা হয়, তাঁদের স্নেহ আমাকে অভিভূত করে। জন চৌপাল কার্যক্রমে শুক্রবার দুপুর ১২টায় আলমোরা, বাগেশ্বর, চম্পাওয়াত, পিথোরগড়ের ভোটারদের জন্য বক্তব্য রাখার সুযোগ পাব।’ আরও একটি ট্যুইট করেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি লেখেন, ‘উত্তর প্রদেশের মানুষ উন্নয়নকে সঙ্গী করে বিজেপির প্রতি তাঁদের ভালবাসা দেখিয়েছেন, তা রাজ্যের অগ্রগতির জন্য সবসময় অনুপ্রেরণা দেয়। শুক্রবার দুপুর দেড়টায় মেরঠ, গাজিয়াবাদ, আলিগড়, হাপুর ও নয়ডার মানুষের জন্য বক্তব্য রাখার সুযোগ হবে।’