১০ দিনে ঋণ মাফ, ১৫ মিনিটে চিন সাফ! ‘এত ভালো নেশার জিনিস কোথায় পান’? রাহুলকে কটাক্ষ বিজেপি নেতার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নজিরবিহীন আক্রমণ করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী নেতা বিজেপি নেতা নরোত্তম মিশ্রের। সম্প্রতি চিন ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ করেন রাহুল গান্ধী। এবার সেই বিষয় নিয়েই রাহুলকে এক হাত নিলেন এই বিজেপি নেতা।
তিনি বলেন, ‘‘১০ দিনে ঋণ মাফ, ১৫ মিনিটে চিন সাফ। যিনি ওঁকে পড়িয়েছেন সেই গুরুকে প্রণাম জানাই। এত ভালো মানের নেশার জিনিস উনি কোথা থেকে পান?’’ সম্প্রতি হরিয়ানায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে চিন ইস্যুতে মন্তব্য করেন রাহুল গান্ধী। তাঁর দাবি, ‘‘কেন্দ্রে কংগ্রেসের সরকার ক্ষমতায় থাকলে ১৫ মিনিটের মধ্যে চিনের সেনাকে ফেরত পাঠিয়ে দেওয়া হত। গোটা পৃথিবীর মধ্যে ভারতই একমাত্র দেশ যার ১২০০ বর্গকিলোমিটার জায়গা দখল করে রেখেছে অন্য একটি দেশের সেনাবাহিনী।’’ রাহুল আরও বলেন, ‘‘সব জেনেও প্রধানমন্ত্রী দাবি করছেন দেশের জমি কেউ দখল করেনি। আমাদের সরকার কেন্দ্রের ক্ষমতায় থাকলে চিনের সেনাবাহিনীকে ওদের ভূখণ্ডে ফেরত পাঠিয়ে দিতে ১৫ মিনিটও সময় লাগত না।’’
রাহুল গান্ধীর এই মন্তব্যকেই কটাক্ষ করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা নরোত্তম মিশ্র।