fbpx
দেশবিজ্ঞান-প্রযুক্তিহেডলাইন

দু’দশকে সর্বনিম্ন দূষিত উওর ভারতের বাতাস, বিস্মিত নাসা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: লকডাউনে মানুষ ঘরবন্দি থাকায় যেন হাঁফ ছেড়ে বেঁচেছে প্রকৃতি। নাসার উপগ্রহ চিত্র জানাচ্ছে, উত্তর ভারতে এখন বায়ুদূষণ ২০ বছরে সর্বনিম্ন।

গত ২২ মার্চ থেকে সারা ভারত লকডাউনের আওতায়, ফলে ঘরবন্দি থাকতে হচ্ছে মানুষকে। আর এরই সুফল মিলেছে প্রকৃতিতে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানাচ্ছে যে, এই লকডাউনের ফলেই ভারতের দূষণ একধাক্কায় অনেকটা কমে গেছে। ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বলছে, গত ২০ বছরের মধ্যে এই প্রথম উত্তর ভারতের বায়ুদূষণ বিরাট মাত্রায় কমতে দেখা গেছে। নাসার উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, লকডাউনের পর বাতাসে অ্যারোসোলের  মাত্রা এতটাই নেমে গেছে যে তা একরকম ঐতিহাসিকই বলা চলে।

 

দক্ষিণ এবং মধ্য এশিয়ার কার্যকরী সহকারী সচিব অ্যালিস জি ওয়েলস টুইট করেন এই বলে যে, “২০১৬ থেকে শুরু করে প্রতি বছর বসন্তে এই উপগ্রহ চিত্র তুলে থাকে নাসা। ভারত এবং গোটা বিশ্ব যখন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে তখন এটা ভুললে চলবে না মানুষের একজোট সহযোগিতাই প্রকৃতিকে পরিষ্কার রাখতে পারে”।

Related Articles

Back to top button
Close