কৃষি বিলের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনে জাতীয় কংগ্রেস

অভিজিৎ চৌধুুরী, পুরুলিয়া: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি নীতির বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনে নামলো জাতীয় কংগ্রেস। সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়ার বিভিন্ন ব্লকে আন্দোলন করছে পুরুলিয়ার ব্লক কংগ্রেস কমিটিগুলি। ঝালদা ২ নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি ফনীভূষন কুমার জানান, কেন্দ্রের বিজেপি সর কার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ।কৃষি নীতি থেকে অর্থনীতি, নোট বন্দি থেকে কোভিড পরিস্থিতি।
সব ক্ষেত্রে বিজেপির ভ্রান্ত নীতি দেশকে বিপর্যের দিকে নিয়ে যাচ্ছে। তার জন্যই সারা রাজ্যের সঙ্গে পরুলিয়ার সব ব্লকের পাশাপাশি ঝালদা ২ নং ব্লক এলাকাতেও অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট অবস্থানে প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম নেতা নিরঞ্জন রজক বলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেখানে সবুজ বিপ্লবের মাধ্যমে দেশে কৃষি বিপ্লব ঘটিয়ে ছিল, সেখানে নরেন্দ্র মোদি কৃষি বিরোধী নীতি কৃষক মারার চেষ্টা করছেন। যতক্ষন পর্য্যন্ত কৃষি বিল প্রত্যাহার হচ্ছে, কৃষকদের স্বার্থে জাতীয় কংগ্রেসের আন্দোলন জারি থাকবে।