অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা:নবান্ন অভিযানে বিজেপি কর্মী বলবিন্দর সিংয়ের পাগড়ি খুলে নেওয়া নিয়ে আগে থেকেই শুরু হয়েছিল দেশ জুড়ে বিতর্ক। ক্রিকেটার হরভজন সিং থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পর্যন্ত এই ঘটনার প্রতিবাদ করেছিলেন।

এবার বলবিন্দরের পাগড়ি খোলা নিয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ জাতীয় সংখ্যালঘু কমিশন বা ন্যাশানাল কমিশন ফর মাইনরিটিস। সরাসরি মুখ্যসচিবকে এই চিঠি পাঠানো হয়েছে।
শনিবার থেকেই রাজ্যে আরও বেশি বিতর্কের জন্ম দিয়েছে বলবিন্দর সিং নামে এক শিখ বিজেপি কর্মীর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার পর তার পাগড়ি খুলে নেওয়ার ঘটনা। পুলিশ ওই পাগড়ি খুলে দিয়েছে বলে বিজেপি দাবি করলেও এরকম কোনও প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি রাজ্য প্রশাসনের।
কিন্তু বিষয়টি নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়তে দেরি করেননি বঙ্গ বিজেপি নেতৃত্ব। যদিও সামান্য এক বিষয়কে সাম্প্রদায়িক রং লাগিয়ে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছিল রাজ্য প্রশাসন।
আবার অন্যদিকে রবিবারই দিল্লির শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট এমসিরসা মণিদার সিং সিরসার নেতৃত্বে প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে শিখের দস্তরকে অসম্মান করার একটি প্রতিবাদপত্র জমা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে।
তিনি জানিয়েছেন, এই ঘটনা পুরো শিখ সম্প্রদায়ের জন্য গুরুতর অবমাননাকর। একই সঙ্গে বলবিন্দর সিংয়ের জন্য বিচার দাবি করেছেন তিনি।