পশ্চিমবঙ্গ
৬ ও ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ অল ইন্ডিয়া কিষান ও খেতমজদুর সংগঠনের

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে এবং দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর বর্বরোচিত পুলিশি অত্যাচারের প্রতিবাদে সড়ক অবরোধ করল অল ইন্ডিয়া কিষান ও খেতমজদুর সংগঠনের কর্মীরা। সংযুক্ত কিষান মোর্চার উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার ৬ ও ৪১ নম্বর জাতীয় সড়ক এবং হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরোধ করা হয়।
৬ নম্বর জাতীয় সড়কের সিদ্ধার কাছে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয় কৃষক সংগ্রাম পরিষদ। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে কৃষকরা তাদের বিক্ষোভ চরিতার্থ করে। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম পরিষদের নেতা নারায়ন চন্দ্র নায়ক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। সকাল থেকে এই অবরোধের ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষরা ভোগান্তির মধ্যে পড়ে।