মে দিবসে অসহায় শ্রমিকদের পাশে নবধারা ট্রাস্ট
ভীষ্মদেব দাশ, পূর্ব মেদিনীপুর (খেজুরি): আন্তর্জাতিক শ্রমিক দিবস যা মে দিবস নামে পরিচিত। করোনার প্রভাবে সারা বিশ্ব এক গভীর সঙ্কটের মধ্যে রয়েছে। অদৃশ্য ক্ষুদ্র অণুজীবের ভয়ে সারা বিশ্ব গৃহবন্দি। গৃহবন্দি অবস্থায় সবথেকে কঠিন সময় কাটাচ্ছেন আমাদের সমাজের গরিব ও খেটে খাওয়া মানুষেরা। এখন রেড জোনে থাকা পূর্ব মেদিনীপুরের
খেজুরির প্রত্যন্ত গ্রামাঞ্চলে বহু পরিবার আছেন যারা ভিক্ষাবৃত্তি, রিকশা চালক, দিনমজুর, আবার কেউ বাড়ি বাড়ি কাজ করেন। সকলেরই রোজগার এখন বন্ধ। মে দিবসকে স্মরণ করে খেজুরির প্রত্যন্ত গ্রামে নবধারা ট্রাস্ট শ্রমিকদের পাশে দাঁড়ালেন। সেই সব অসহায় মানুষদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল আলু ,সোয়াবিন ,বিস্কুট, সাবান ইত্যাদি তুলে দিল।সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম তারা করে থাকে।
আরও পড়ুন: কোলাঘাটের ছানা ব্যবসায়ীরা এখন দুধের ফেরিওয়ালা
নবধারার এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন ব্যক্তিগতভাবে বহু মানুষ, ক্লাব, গ্রামের মানুষেরা। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বিমান নায়েক, সমাজসেবী রাজকুমার সামন্ত সহ নবধারার সদস্য-সদস্যাগন। এলাকার নবধারার তরফে সমীর পন্ডা বলেন, এই কর্মকাণ্ড খেজুরির বিভিন্ন প্রান্তিক এলাকায় ছড়িয়ে দেওয়া হবে। দৈনন্দিন খেটে খাওয়া মানুষদের পাশে আছি। একদিন সারাবিশ্ব করোনা মুক্ত হবে এবং নতুন ভোরের আলো ফোটার আশায় আমরা সবাই।