NDA বৈঠক রবিবার, সেখানেই চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রীত্ব কার: নীতীশ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ১৫ নভেম্বর, আগামী রবিবার দুপুর ১২.৩০ মিনিটে বৈঠকে বসতে চলেছে এনডিএ। উপস্থিত থাকবেন সব বিধায়করা। সেখানেই বিহার সরকারের গড়া নিয়ে এবং কে মুখ্যমন্ত্রী হবেন তা স্থির করা হবে। শুক্রবার পাটনায় এনডিএ–র বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন জেডিইউ প্রধান এবং বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ওই বৈঠকের সব সিদ্ধান্তই সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। এনডিএ বৈঠকের আগে বিহার বিজেপির প্রদেশ সভাপতি সঞ্জয় জয়সওয়াল পৃথক বৈঠক ডাকেন দলীয় বিধায়কদের নিয়ে।
সেই বৈঠকের কোনও সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। এদিকে এদিন সকালেই হিন্দুস্তান আওয়াম মোর্চা বা এইচএএম সুপ্রিমো জিতন রাম মান্ঝি সাফ জানিয়ে দেন তিনি নীতীশ কুমার এবং এনডিএ–র সঙ্গেই থাকবেন। দলীয় মুখপাত্র দানীশ রিজওয়ান প্রেস বিজ্ঞপ্তিতে এদিন দলের অবস্থান স্পষ্ট করেছেন।