আম্ফান মোকাবিলায় তৈরি NDRF-এর টিম, নদিয়ায় শুরু বৃষ্টি
অভিষেক আচার্য, কল্যাণীঃ ক্রমশ শক্তিশালী হয়ে আম্ফান এগিয়ে আসছে বাংলার দিকে। রাজ্যে দক্ষিণবঙ্গের প্রশাসনের তরফে জারি করা হচ্ছে ঝড়ের সতর্কতা। সাইক্লোন মোকাবিলা করার জন্য ব্যবস্থা নিচ্ছে নদিয়ার প্রশাসন। নদিয়ার বিভিন্ন অঞ্চলে গঙ্গায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এই সাইক্লোন আসার আগে সমুদ্র উপকুলীয় অঞ্চলগুলি থেকে কিভাবে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হবে তা নিয়ে চলে আলোচনা।
পাশাপাশি বিশেষ করে মৎস্যজীবী সংগঠনগুলিকেও সর্তক করা হয়েছে। এনডিআরএফ-এর সেকেন্ড ইন কমান্ড রাজেশ নেগী বলেন, ৬টি জেলায় মোট ১৯টি টিম রয়েছে। আর দুটি টিম রিজার্ভ রয়েছে। আম্ফানের জন্য সমস্ত প্রস্তুতি রয়েছে। শুধু তাই নয়, আমাদের টিম করোনা মহামারীর কথা মাথায় রেখেই কাজ করছে। টিমের সমস্ত সদস্য পিপিই পরেই কাজ করছে বলে জানান রাজেশ নেগী।
ইতিমধ্যে, নদিয়ায় বিকেল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ঝড়ো হাওয়া কোথাও কোথাও দেখা দিয়েছে। আতঙ্কে মানুষ ঘরবন্দি।