পশ্চিমবঙ্গ
পাথর চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কর্মসংস্থানের জন্য অরুনাচল প্রদেশে গিয়ে পাথর চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল কাটলিছড়ার এক যুবকের । মৃতের নাম রিংকু নাথ বয়স ৩৫। বাড়ি কাটলিছড়ার আলেকজান্ডারপুর গ্রামে ।
জানা গেছে, ভলভ দিয়ে পাথর কাটার সময় দূর্ঘটনাটি ঘটে। আচমকা বিশাল পাথরের টুকরো চালক রিংকুর ওপরে পড়ে গেলে তিনি ঘটনাস্থলে প্রান হারান। নিহত রিংকু নাথের বাবা রঞ্জিত নাথ জানান, নির্মান সংস্তা মৃতদেহ ময়নাতদন্ত করিয়ে মরদেহ নিয়ে শনিবার কাটলিছড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।