fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

সানি লিওন, মিয়া খালিফার পর এবার নেহা কক্কর! কলেজের মেধা তালিকায় নাম উঠল গায়িকার

মিল্টন পাল, মালদা: স্কুলের গন্ডি পেরিয়ে কলেজের মেধা তালিকায় সানি লিওন, মিয়া খালিফার পর এবার নেহা কক্করের নাম। সঙ্গীত শিল্পী নেহা কক্করের নাম মালদার মানিকচক কলেজের মেধা তালিকায়। কলা বিভাগের পাশ কোর্সে প্রথমে নাম রয়েছে মুম্বাই এর সঙ্গীত শিল্পীর। শুধু তাই নয় এডুকেশন ও ইংরেজীর অনার্সের মেরিট লিষ্টে নাম নেহা কক্করের। এই নিয়ে শিক্ষা ব্যবস্থা তলানীতে ঠেকেছে বলে দাবি বিজেপির। যদিও কলেজের প্রিন্সিপ্যাল দাবি জানিয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি হোক।
চলতি মাসের ২৭ তারিখ এই কলেজে মেধা তালিকার রেঙ্ক প্রকাশিত হয়। এরপরই দেখা যায় ইংরেজি অনার্স,এডুকেশন অনার্স এবং পাস কোর্সের তিনটি তালিকার এক নম্বরে নাম রয়েছে সংগীত শিল্পী নেহা কাক্কারের। ঘটনাটি নজরে আসার পর নড়েচড়ে বসে কলেজ কর্তৃপক্ষ।তরিঘরি কতৃপক্ষকে সমস্ত ঘটনা জানানো হয়।  কলেজের প্রিন্সিপাল অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, কোন টেকনিক্যাল কারণে এই ধরনের ভুল হয়েছে। কলকাতার একটি সংস্থাকে দিয়ে আমরা এই কাজ করায় তাদের সাথে আমার কথা হয়েছে। কেউ যদি ইচ্ছা করে এই ভুল করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও আরেকটি সমস্যা হতে পারে তা হল মেধা তালিকার সাথে ছাত্র ছাত্রীদের ছবি প্রকাশ করা হয় না। কারণ ছবি আপলোড করতে গেলে  ছাত্র-ছাত্রীদের খরচ বেশি হয় আর সেই কারণে ছবি আপলোড করা হয় না। ছবি আপলোড করা থাকলে এই সমস্যা হতো না। ইতিমধ্যে এই বিষয়ে সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। বিজেপির মালদা জেলার সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন,কলেজের মেধা তালিকায় নেহা কাক্করের নাম কলকাতায় সানি লিওনের নাম এটা সরকার চলছেনা না সার্কাস চলছে।পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে না। যত তাড়াতাড়ি এই সরকার যায় তত পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল। তাই আমরা চাই শিক্ষা ব্যবস্থা যে তলানীতে এসে ঠেকেছে। তারই উদাহারন এটা। এখানে পড়াশোনা হয় না কি হয় পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে না। তাই বিজেপি বলছে যত তাড়াতাড়ি এই সরকার যাই ততই পশ্চিমবঙ্গের মঙ্গল।
তৃণমূলের মালদা জেলার মুখপাত্র শুভময় বসু বলেন কি কারণে এ ভুল হয়েছে যারা তলিকা তৈরী করেছে তা কলেজ কর্তৃপক্ষ বলতে পারবে। তবে এই নিয়ে অযথা রাজনীতি করা সঠিক নয়।

Related Articles

Back to top button
Close