fbpx
আন্তর্জাতিকহেডলাইন

খাদে পড়ে বাস দুর্ঘটনা নেপালে, মৃত ৯ আহত ২২

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল নেপালে। পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ বৈতড়ী জেলায় পাটন মিউনিসিপ্যালিটি–৮–এর খোড়পে–তে দশরথ চন্দ হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। দারচুলা জেলার গান্না থেকে মহেন্দ্রনগরগামী যাত্রীবোঝাই বাস খাদে গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান ৯জন। জখম হয়েছেন ৩৪জন। বৈতড়ী জেলা পুলিশের ডিএসপি নারায়ণ প্রসাদ অধিকারী জানালেন, প্রায় ৫০০ মিটার খাড়াই গভীর খাদে গড়িয়ে পড়েছিল বাসটি। মৃতদের কারও পরিচয় এখনও জানা সম্ভব না হলেও সাতজন পুরুষ এবং দুজন মহিলা মারা গিয়েছে। অন্ধকারে উদ্ধারকাজে সমস্যা হয়েছিল। পুলিশ এবং উদ্ধারকারী দলকে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারাও। শুক্রবার সকাল আটটা পর্যন্ত বাসের ভিতর থেকে আটটি দেহ টেনে বের করা গিয়েছে। একটি দেহ এখনও বাসের ভিতরই আটকে আছে। রাতে ক্রেন আনা সম্ভব হয়নি। সকাল হলে পর বাস টেনে তুলতে ক্রেন এবং ধাতু কাটার যন্ত্রপাতি আনা হয়েছে। জখমদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ধনগঢ়ীর বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ২৭জনের চিকিৎসা চলছে

Related Articles

Back to top button
Close