fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ফের নতুন করে ৭৩ জন করোনা আক্রান্ত হল দিনহাটা সহ গোটা জেলায়

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা :   ফের নতুন করে  ৭৩ জন করোনা আক্রান্ত হল দিনহাটা সহ গোটা জেলায়। পরপর  তিনদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্তের খবরে জেলা জুড়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, এদিন আক্রান্ত ৭৩ জনের মধ্যে কোচবিহার সদর মহকুমায় ২০ জন, দিনহাটায় ২০ জন, তুফানগঞ্জে ১৯ জন, মেখলিগঞ্জে ১ জন ও মাথাভাঙায় ১৩ জন রয়েছে বলে জানা গিয়েছে। এদিন সুস্থ হয়েছেন ৬৯ জন।এনিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা দুই হাজার অতিক্রম করে গিয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ২০৮৪  জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৬৬৪ জন। বর্তমানে জেলায় এক্টিভ কেস রয়েছে প্রায় ছারশ জন।
এখনও পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জন। এদিন ফের ব্যাপক হারে আক্রান্তের সংখ্যা বাড়ায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

Related Articles

Back to top button
Close