চোরাচালানকারীদের হাত থেকে প্রাণীকূলকে রক্ষা করতে নয়া আইন প্রণয়নের পথে হাইকোর্ট

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: জীবজগৎ ও প্রাণিকুল কে রক্ষা করতে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। গত 2 ডিসেম্বর একটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা করে কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানে আদালত স্পষ্ট জানিয়েছে, যেভাবে প্রাণীকুল বিশেষ করে পাখি হত্যা করা হচ্ছে তা পরিবেশের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে বিশেষ আইন প্রণয়ন করতে চায়ে হাইকোর্ট।
বিশেষ করে শীতের সময় বহু বিদেশী পরিযায়ী পাখির আগমন ঘটে রাজ্যের পাখিরালয়গুলিতে। রাজ্যের চোরাচালানকারীদের আনাগোনা বেড়ে যাওয়ায়, নির্বিকারে প্রাণীকুল হত্যা করা হচ্ছে। তাই যুদ্ধকালীন তৎপরতায় আইন প্রণয়ন করতে চেয়ে হাইকোর্টে নির্দেশ দিয়েছে রাজ্যে ও কেন্দ্রীয় প্রাণী সম্পদ দফতর গুলো কে এই পখ্যভুক্ত করার।
আগামী ৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। এ বিষয়ে আইনি পরামর্শের জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কি বক্তব্য তা জানতে চেয়ে এদিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।