শারদীয়ায় নিষিদ্ধ পল্লিতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল

দীপঙ্কর দে, ইসলামপুর: শারদীয়ার কথা মাথায় রেখে ইসলামপুরের নিষিদ্ধপল্লি চম্পাবাগ এলাকায় দুঃস্থ মহিলাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করলেন ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন। চম্পাবাগ এলাকার প্রায় ৬০ জন মহিলার মধ্যে করোনা স্বাস্থ্যবিধি মেনে নতুন বস্ত্র বিতরণ করে “ফিটো”। ইসলামপুরের সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন, করোনা আবহে এবং লকডাউনের ফলে নিষিদ্ধপল্লির কর্মীগণ খুবই কষ্টে ও অভাবে দিন কাটাচ্ছে। তাই তাঁদের সাহায্যার্থেই এই কর্মসূচি।
[আরও পড়ুন- নন্দীগ্রাম সুপার স্পেশালিস্টি হাসপাতালের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ]
তিনি ইসলামপুরের অন্যান্য সোশ্যাল অর্গানাইজেশন গুলোকেও এই অভাবী দুঃস্থ মানুষগুলোর দিকে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করেন। ইসলামপুরের সভাপতি কানাইয়ালাল বোথরাও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তিনি জানালেন দুর্গাপুজো উপল্লক্ষ্যে এই দুঃস্থ অভাবী মানুষদের পাশে উদ্যোগ নেওয়া হয়েছে।