fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

নতুন বস্ত্র বিলি তৃণমূলের 

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: আগামী শনিবার ইদুজ্জোহা বা কুরবানী ঈদ। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে এটি ত্যাগের উৎসব। প্রতিবছর নিয়ম নিষ্ঠা মেনে এই ধর্মীয় উৎসবে সামিল হন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। কিন্তু এবছর করোনা আবহে উৎসবের আমেজ অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। অর্থনৈতিক সংকটে জর্জরিত সাধারণ মানুষ।
এবারে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা যাতে ইদুজ্জোহা উৎসবে অংশ নিতে পারেন সেবিষয়ে উদ্যোগী হলো রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস। সংগঠনের উদ্যোগে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে দুঃস্থ মানুষদের মধ্যে নতুন শাড়ি,লুঙ্গি, মাস্ক ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো বৃহস্পতিবার। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখেই নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ইসলাম ধর্মাবলম্বী মানুষদের হাতে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর অরিন্দম সরকার, রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় মিত্র, প্রফুল্ল বর্মন সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচীতে উপস্থিত ছিলেন। পাশাপাশি কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত বীরঘই অঞ্চলেও একই কর্মসূচী পালিত হয়। বিধায়ক তপন দেব সিংহ,সঞ্জয় মিত্র সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button
Close