BSF-এর নতুন ডিজি হলেন রাকেশ আস্থানা
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিএসএফ-এর নয়া ডিজি হলেন রাকেশ আস্থানা সীমান্তরক্ষী বাহিনীর নতুন ডিজি হলেন ১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার রাকেশ আস্থানা।
জানা গিয়েছে, গুজরাট ক্যাডারের ওই অফিসার এত দিন ব্যুরো অব সিভিল এভিয়েশন ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডিজি পদের যৌথ দায়িত্বে ছিলেন। অন্য দিকে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ বাহিনীর সঙ্গেই যৌথ ভাবে বিএসএফের দায়িত্বে ছিলেন এস এস দেশওয়াল।
আরও পড়ুন: PM-CARES-এর জন্য সংগৃহীত অর্থ NDRF-এ আর ট্রান্সফার নয়: সুপ্রিম কোর্ট
সূত্রের খবর, আগামী বছরের ৩১ জুলাই পর্যন্ত পদে থাকবেন আস্থানা। আমলা মহলে এই সরকারের শীর্ষ নেতৃত্বের কাছের অফিসার বলে পরিচিত তিনি। এক সময়ে সিবিআই প্রধান হিসাবে তাঁর নাম কার্যত ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু ২০১৮ সালে সিবিআইয়ের ডিরেক্টর অলোক বর্মার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। উল্লেখ্য, আস্থানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেন অলোক বর্মা। এ বছর মার্চ মাসে সেই অভিযোগ থেকে মুক্তি পান তিনি।
আরও পড়ুন: SSKM থেকে পালিয়ে হেঁটেই অশোকনগরের বাড়িতে পৌঁছলেন রোগী! কাঠগড়ায় হাসপাতাল
আজ আস্থানা ছাড়াও বিশেষ সচিব (অভ্যন্তরীণ সুরক্ষা) পদে নিয়োগ করা হয়েছে ১৯৮৬ সালের আইপিএস অফিসার ভিএসকে কৌমুদীকে। ওই ব্যাচেরই জাভেদ আখতারকে হোমগার্ড/সিভিল ডিফেন্স-এর ডিজি পদে নিয়োগ করা হয়েছে।