fbpx
কলকাতাবিনোদনশিক্ষা-কর্মজীবনহেডলাইন

কেরিয়ারের নতুন দিশা… জর্জ টেলিগ্রাফ গ্রুপের শতবর্ষে উন্মোচন হল জর্জ টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পেশাগত প্রশিক্ষণের দিক দিয়ে অন্যতম অগ্রণী ভূমিকায় নিজেদের উন্নত করে তুলেছে জর্জ টেলিগ্রাফ গ্রুপ। জর্জ টেলিগ্রাফ গ্রুপের শতবর্ষে উন্মোচন হল জর্জ টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের। যুবক যুবতীদের উন্নত কেরিয়ারের কথা চিন্তা করে “জর্জ টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট” (জিটিএফটিআই) তাদের জন্য একটি নতুন দ্বার উন্মোচন করল।  যুবক-যুবতীদের পারফর্মিং আর্টস বিভাগে কেরিয়ার গড়ার সুযোগ করে দেবে নতুন ধরণের বিষয়ে পড়াশোনার সুযোগ করে দিয়ে।

এই উপলক্ষ্যকে সামনে রেখে সোমবার কলকাতার বেঙ্গল চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি রয়াল এক্সচেঞ্জ বিল্ডিং-এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক এবং জিটিএফটিআইয়ের প্রধান পরামর্শদাতা, শ্রীজিৎ মুখার্জি, প্রতিষ্ঠানের অনুষদ বা ডিন এবং বহুমুখী অভিনেতা বিপ্লব দাশগুপ্ত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও জিটিএফটিআইয়ের ফিল্ম পরিচালনা বিভাগের প্রধান অতনু ঘোষ, বিশিষ্ট ডিরেক্টর অফ ফোটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি বিভাগের প্রধান সৌমিক হালদার এবং স্টেজ অ্যাক্টিং বিভাগের প্রধান এবং প্রখ্যাত চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, অর্ণ মুখোপাধ্যায়। অভিনেতা ভাস্বর চ্যাটার্জী, প্রখ্যাত ফিল্ম এডিটর অর্ঘ্যকমল মিত্র ও মডেল নিক রামপাল-এর মতো বিশিষ্ট শিল্পীরাও থাকছেন প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে।

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জর্জ টেলিগ্রাফ গ্ৰুপের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত এবং জিটিএফটিআইয়ের যুগ্ম পরিচালক এবং সম্পূর্ণ প্রশাসনিক কর্ণধার শ্রীমতি তুহিনা পান্ডে। জিটিএফটিআইতে উন্নত পরিকাঠামো এবং কোর্স শেষ করার পরে নিশ্চিতরূপে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাওয়ার বিষয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি অভিনয়, ফিল্ম পরিচালনা, সিনেমাটোগ্রাফি, মঞ্চাভিনয় এবং মডেলিং-এর ওপর কোর্সগুলি সম্পর্কেও বক্তব্য তুলে ধরা হয়।

সুব্রত দত্ত বলেন, “আমরা আমাদের শতবর্ষের পূর্তিতে ছাত্র-ছাত্রীদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার অতুলনীয় শিক্ষার অভিজ্ঞতা প্রদানের জন্য জর্জ টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য হল যে সমস্ত শিক্ষার্থীরা অভিনয়, পরিচালনা এবং সিনেমাটোগ্রাফিতে কেরিয়ার গড়তে আগ্রহী, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের কেরিয়ার গড়তে তাদের সহায়তা করা তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে। আমরা আমাদের বোর্ডের সদস্য হিসাবে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বদের পেয়ে অত্যন্ত আনন্দিত, যারা আমাদের শিক্ষার্থীদের সাফল্যের শিখরে পৌঁছাতে সহায়তা করতে পারে।”

এই ইনস্টিটিউটটি বিশ্বমানের পরিকাঠামোর সঙ্গে সেইসমস্ত প্রয়োজনীয় জিনিস প্রদান করবে ছাত্র-ছাত্রীদের, যেগুলি এই ইন্ডাস্ট্রিতে কাজ শেখার ক্ষেত্রে অতুলনীয়। এটি স্টেজ পারফরম্যান্সের জন্য কাস্টমাইজড লাইট এবং সাউন্ড সিস্টেম, রানওয়ে প্রশিক্ষণের জন্য টি-আকৃতির কাঠের ট্র্যাক সহ আরও অনেক উন্নত এবং বহুমুখী বৈশিষ্ট্যযুক্ত সরঞ্জামও উপলব্ধ।

আরও পড়ুন: কোভিড আক্রান্ত তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসকেরা

জিটিএফটিআইয়ের সম্পূর্ণ প্রশাসনিক কর্ণধার ও যুগ্ম পরিচালক শ্রীমতি তুহিনা পান্ডে বলেন “আমার সুদীর্ঘ প্রশাসনিক দক্ষতার সঙ্গে আমি এই প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠত্বের চূড়ায় নিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা হাজার হাজার উদীয়মান অভিনেতা এবং কলাকুশলীদের পেশাদার প্রশিক্ষণ দিয়ে জগত সেরা প্রতিষ্ঠান হতে চেষ্টা করব, যেখানকার ছাত্র-ছাত্রীরা চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশন জগতে নিজের অবদান রাখবে।”
জর্জ টেলিগ্রাফ গ্রুপের সমস্ত কোর্স “নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি” দ্বারা স্বীকৃত (ইউ.জি.সি অনুমোদিত)।

Related Articles

Back to top button
Close