fbpx
কলকাতাহেডলাইন

চাঁদনি চক মেট্রো স্টেশনে নতুন এস্কেলেটর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউনের মধ্যেই সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন স্টেশনে যাত্রী সহায়ক বিভিন্ন পরিকাঠামোগত কাজ করছে মেট্রো।  সম্প্রতি চাঁদনী চক স্টেশনে পুরনো এস্কেলেটর বদলে নতুন এস্কেলেটর বসানো হয়েছে। আগামী সপ্তাহে সেটি চালু হবে। ইলেকট্রিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ প্রচেষ্টায় কালীঘাট ও যতীনদাস পার্ক মেট্রো স্টেশনে খুব শিগগিরই আরো দুটো নতুন এস্কেলেটর বসানো হবে।

আরও পড়ুন: ফিরতে হলে বিনা শর্তেই আসতে হবে, শোভনকে তৃণমূল

Related Articles

Back to top button
Close